বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা
এক নজরে

এমপি শিমুলের বাবাকে রাজাকার বলায় নাটোরে মানহানি মামলা

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী সরদারকে রাজাকার বলায় দুজনের বিরুদ্ধে নাটোরে মানহানি মামলা হয়েছে। মামলার আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. সুজিত কুমার সরকার ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক শফিউল আযম স্বপন। গতকাল দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন এমপির ছোট ভাই পরিবহন ব্যবসায়ী সাজেদুল ইসলাম সাগর। বিচারক মামলাটি আমলে নিয়ে র‌্যাবকে তদন্ত করে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২৫ জুলাই নাটোরের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে শফিউল আযম স্বপন ড. সুজিত সরকার রচিত নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস ও নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নামক গ্রন্থের উদ্ধৃতি দিয়ে শিমুলের বাবাকে রাজাকার বা স্বাধীনতাবিরোধী এবং এমপি শিমুলকে রাজাকারের সন্তান বলে অভিহিত করেন। এতে এমপি শিমুল ও তার পরিবারের রাজনৈতিক এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ ও মানহানি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর