বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা
সিলেট-৩ আসনে উপনির্বাচন

জাপার সভা থেকে দুই নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয় পার্টি (জাপা)’র দলীয় মনোনয়ন নিয়ে সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক। সোমবার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে আয়োজন করা হয় নির্বাচনী সভা। সভায় প্রার্থীর আচরণে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন সভার সভাপতি মো. দেলোয়ার হোসেন। দেলোয়ার উপজেলা জাতীয় পার্টির সভাপতি। এ ছাড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মনছুর আহমদও এ সময় পদত্যাগ করেন। তিনি আতিকুর রহমান আতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তবে জাতীয় পার্টির নেতাদের দাবি পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হয়তো অন্য কোনো প্রার্থীর কাছ থেকে সুবিধা নিয়েছেন। তাই দলীয় প্রার্থীর ক্ষতি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন নাটক মঞ্চায়ন করেছেন। সোমবার রাত ৮টায় দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর আহমদ বলেন, আতিকুর রহমান তার ইচ্ছেমতো প্রচারণা চালাচ্ছেন।

 শুক্রবার দাউদপুর ইউনিয়নে কয়েকটি নির্বাচনী সভা ছিল। কিন্তু আতিক না জানিয়েই সভা বাতিল করেন। প্রার্থীর এ রকম অবিবেচক কান্ডের কারণে মনছুর আহমদ পদত্যাগ করেন। এ সময় তিনি আতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। এদিকে, সভাপতির বক্তব্যে থানা জাতীয় পার্টির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, আতিকের কাছে দলের ত্যাগী নেতা-কর্মীদের অনেককে অপমানিত হতে হয়েছে। তাই তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র প্রধান অতিথি উছমান আলীর কাছে হস্তান্তর করেন। এদিকে, সভার প্রধান অতিথি উছমান আলী জানান, যারা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা পার্টির ভালো চাননি। তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ নাটক মঞ্চস্থ করেছেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর