বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনা মোকাবিলায় ৬১ জেলা পরিষদকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় দেশের ৬১টি জেলা পরিষদকে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। গতকাল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা ও কক্সবাজার জেলাকে সর্বোচ্চ ১৮ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আর অন্য জেলাগুলোকে ১৫ থেকে ১৭ কোটি টাকা করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, জেলা পরিষদে বরাদ্দকৃত এসব অর্থ আওতাভুক্ত এলাকায় বিনামূল্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ (মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার), হাই ফ্লো ন্যাজাল ক্যানেলা, অক্সিজেন সিলিন্ডার এবং ক্ষেত্রমতে দুস্থ জনগণের মধ্যে সহায়তা প্রদান কাজে খরচ করা যাবে। বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিআর-২০০৮ অনুসরণসহ যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এসব অর্থ খরচের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। আর অব্যয়িত অর্থ আগামী জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা করতে হবে। প্রসঙ্গত, দেশের পার্বত্য অঞ্চলের ৩টি জেলা পরিষদ আলাদাভাবে পরিচালিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের বরাদ্দের তালিকায় ওই তিন জেলার নাম নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর