বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আল হারমাইন পারফিউমসের প্রতিবাদ

৯ আগস্ট একটি সংবাদপত্রে ‘দুবাইয়ে বাংলাদেশি বিজনেস শোফার মাহতাবুর রহমান নাসির’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে আল হারমাইন পারফিউমস প্রাইভেট লি. বাংলাদেশ। গতকাল এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘সংবাদপত্রটিতে কিছু সত্যের আড়ালে ধূম্রজাল ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে সম্পূর্ণ কল্পনাপ্রসূত, বানোয়াট, মনগড়া, দায়িত্বহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। যা মাহতাবুর রহমানের মতো খ্যাতিসম্পন্ন ব্যবসায়ীর জন্য অপমানজনক ও বিব্রতকর।’

এতে বলা হয়, ‘সংবাদে আর্থিক খাতের কর্তাব্যক্তি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত প্রভাবশালী সরকারি কর্তাব্যক্তিদের জড়িয়ে মাহতাবুর রহমানের নামে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা অসত্য ও ভিত্তিহীন। সংবাদে বাংলাদেশি ব্যবসায়ীদের দুবাইয়ে পুনর্বাসন, দুবাইয়ে অবৈধ পন্থায় অর্থ স্থানান্তরে ব্যবসায়ীদের সহযোগিতা, অবৈধ হন্ডির ব্যবসা সম্পর্কে যে কল্পনাপ্রসূত তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। ইউনাইটেড এয়ারওয়েজ ও এনআরবি ব্যাংকের অবস্থা বর্তমানে নাজুক হওয়ার বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা-ও মিথ্যা তথ্যপূর্ণ। এনআরবি ব্যাংকের চেয়ারম্যানের পদ ধরে রাখা নিয়ে পর্ষদে বিরোধ মর্মে প্রকাশিত এ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ২০১৬ সাল থেকে মাহতাবুর রহমান সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগ উপায়ে সুনামের সঙ্গে এনআরবি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে এনআরবি ব্যাংক পর্ষদে মাহতাবুর রহমানের পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন                 মর্মে তথ্যটিও ভুল। বিধানমতে একই পরিবারের চারজন সদস্য ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার সুযোগ থাকলেও মাহতাবুর রহমানের পরিবারের মাত্র দুজন সদস্য এনআরবি ব্যাংক পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পরিবার কর্তৃক ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার ধারণ করার তথ্যও বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। -বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর