বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ছয়টি প্রাইভেট ক্লিনিক ও একটি ব্লাড ব্যাংকের কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত ছয়টি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারের কার্যক্রম বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৮ জুলাই এ আকস্মিক পরিদর্শনে নানা অনিয়ম পাওয়া যায়। প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে মহাপরিচালকের অনুমোদন সাপেক্ষে ৭টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কেন তাদের লাইসেন্স বাতিল হবে না মর্মে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। কার্যক্রম বন্ধ করা সাত প্রতিষ্ঠান হচ্ছে- প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথকেয়ার হসপিটাল, রিমেডি কেয়ার লিমিটেড, লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল, রয়াল মাল্টিকেয়ার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রাজধানী ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর