শিরোনাম
বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সিলেটে করোনা রোগীর জন্য মোমেন ফাউন্ডেশনের হেল্প ডেস্ক চালু

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য হেল্প ডেস্ক চালু করল মোমেন ফাউন্ডেশন। এ হেল্প ডেস্কের  মাধ্যমে অসহায় ও দরিদ্র করোনা রোগীর জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ এবং ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হবে। এ ছাড়া এ ডেস্ক ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনে সহায়তা করবে। গতকাল ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় সিলেটের খাদিমপাড়া হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল এবং দক্ষিণ সুরমা হাসপাতালে ৪৫টি অক্সিজেন সিলিন্ডার ও দুটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়। মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন বলেন, মোমেন ফাউন্ডেশন সৃষ্টি করা হয়েছে এবং এ সংস্থা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে।

২০২০ সালে প্রতিষ্ঠিত মোমেন ফাউন্ডেশন ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণসহ প্রায় ৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। মোমেন ফাউন্ডেশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। এ ছাড়া করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন হাসপাতালের নার্স এবং ডাক্তারদের কাজে উৎসাহিত করতে ইফতার ও ঈদ উপহার সামগ্রী প্রদান করে। এ ছাড়া মৃত ব্যক্তিদের দাফন কাজে সহায়তার জন্য দাফনকারীদের পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। এদিকে ফাউন্ডেশনের উদ্যোগে কম্পিউটার আউটসোর্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে ৫০ জন যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার আউট সোর্সিং প্রশিক্ষণ  দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর