বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এনআইডি না থাকলেও মিলবে ভূমিসেবা

নিজস্ব প্রতিবেদক

যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, এখন থেকে জন্ম ও মৃত্যু সনদের তথ্যের ভিত্তিতে তাদের ডিজিটাল ভূমিসেবা দেওয়া হবে। অনলাইনেই যাচাই করা যাবে এসব তথ্য। এ উদ্দেশ্যে গতকাল স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন’-এর সঙ্গে জন্ম ও মৃত্যুর তথ্য-উপাত্ত বিনিময় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ভূমি মন্ত্রণালয়। সচিবালয়ে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাস ও  রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন মানিক লাল বণিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বিভিন্ন কারণে দেশের অনেক নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র নাও থাকতে পারে।

 জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন উপাত্তের ব্যবহার করে ভূমিসেবা প্রদান ব্যবস্থা চালুর ফলে জাতীয় পরিচয়পত্রবিহীন নাগরিকরাও ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। শিগগিরই বিদেশে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের জন্য কেবল পাসপোর্ট যাচাইয়ের মাধ্যমে ভূমিসেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর