শিরোনাম
শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম হতে হবে মিয়ানমারের কারিকুলামে

-পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম অবশ্যই হতে হবে রোহিঙ্গা ভাষায় এবং মিয়ানমারের কারিকুলাম অনুসারে। যেন রোহিঙ্গা শিশুরা তাদের নিজ দেশে ফেরত যাওয়ার পর সহজেই সেখানকার সঙ্গে মানিয়ে নিতে পারে। গতকাল কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। কানাডার নেওয়া শিক্ষা কর্মসূচিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, কানাডা রোহিঙ্গা শিশুদের জন্য যে শিক্ষা কার্যক্রম শুরু করতে চায় তা প্রথমে চালু করতে হবে মিয়ানমারের রাখাইন রাজ্যের ক্যাম্পগুলোতে, ঢাকায় ৬ লাখ শিশুকে নিয়ে। সেখানে যদি তারা সফলতা পায়, শুধু তখনই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য এই শিক্ষা কার্যক্রম চালু করা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর