শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে ইঞ্জিন লাইনচ্যুত তিন ঘণ্টা চলাচল ব্যাহত

গাজীপুর প্রতিনিধি

দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন গতকাল গাজীপুরে লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, সকালে যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা যাচ্ছিল। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ট্রেনটি ঢাকা-ময়মনসিংহ রুটে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য জামালপুর কমিউটার ট্রেনকে ওই স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সিগন্যাল দেওয়া হয়। ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের জন্য স্টেশনের প্রায় ২০০ গজ দূরে হোম সিগন্যাল এলাকা দিয়ে ক্রসিং পয়েন্ট অতিক্রম করছিল। ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় ওই ট্রেনের ইঞ্জিন বগির দুই পাশের চারটি চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। এ সময় চালক দক্ষতার সঙ্গে ট্রেনটি দ্রুত থামিয়ে দেন। যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর