শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে সূচকের বড় উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে দিনের লেনদেন শেষে ২০৯টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৪৪টির। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় দিনের  লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে উঠে এসেছে। সব মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৬৬১  কোটি ৭০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় দুই হাজার ২১২ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪৪৮ কোটি ৮১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর  শেয়ার। কোম্পানিটির ২৫৯ কোটি ছয় লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। ৪ টাকা ৯০ পয়সা বেড়ে দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১০৭ টাকা ৫০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ১২১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৩৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দাম বেড়েছে। দাম কমেছে ১০৪টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর