শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রতিবন্ধী জাহাঙ্গীর ভিক্ষাবৃত্তি না করে পত্রিকা বিক্রি করছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জরাজীর্ণ কাপড়, বিবর্ণ চেহারার শারীরিক প্রতিবন্ধী জাহাঙ্গীর পত্রিকা নিয়ে কারও সামনে এলে অনেকেই ভিক্ষুক ভেবে টাকা হাতে দেন। তিনি হেসে সবাইকে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন সেই টাকা। পত্রিকার মূল্য ছাড়া কারও কাছ থেকে ভিক্ষা নেন না। প্রতিবন্ধী হলেও জাহাঙ্গীর ভিক্ষা করতে চান না। শত অভাবের মাঝেও মাথা উঁচু করে বাঁচতে চান। জাহাঙ্গীরের কষ্টের কথা ও ভিক্ষাবৃত্তিকে পরিহার করার কথা শুনে তাকে ডেকে নেন রংপুরের জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সহায়তার অর্থ প্রতিবন্ধীর  হাতে তুলে দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পত্রিকা হকার জাহাঙ্গীর হোসেন জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী। তার বয়স চল্লিশের কোঠায়। সংসারে মা আছেন, বাবা নেই। একসময় বিয়ে করেছিলেন। কিন্তু অভাবের সংসার ছেড়ে তার স্ত্রী চলে গেছেন। আগে মানুষের কাছে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন জাহাঙ্গীর। হঠাৎ উপলব্ধি হয় ভিক্ষা করার চেয়ে না খেয়ে মরা ভালো। এরপর নেমে পড়েন বিকল্প কাজের সন্ধানে। শুরু করেন পত্রিকা বিক্রির (হকার) কাজ। রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে পত্রিকা এজেন্টদের কাছ থেকে বিভিন্ন  দৈনিক পত্রিকা কিনে তা জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, টাউন হল, ডিসির মোড়সহ বিভিন্ন স্থানে ফেরি করে বিক্রি করেন। এভাবে জাহাঙ্গীরের হাত থেকে মানুষের হাতে পৌঁছে যায় দেশ-বিদেশের খবর।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ভিক্ষাবৃত্তি মানুষের পরিচয় হতে পারে না। কর্মই তার সবচেয়ে বড় পরিচয়। জাহাঙ্গীর প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে সাহসী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর