শিরোনাম
শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
বরিশাল সোনারগাঁও টেক্সটাইল

৬ দফা দাবি শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৯ মাসের বকেয়া বেতন পরিশোধ, ৮ ঘণ্টা শ্রমঘণ্টা নির্ধারণ, শ্রম আইন অনুযায়ী মজুরি স্কেল প্রদানসহ ৬ দফা দাবি তুলেছে বরিশাল সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর ফকির বাড়ি রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের অহ্বায়ক গাজী মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মো. নুরুল হক হাওলাদার, মাসুম গাজী, হারুন শরীফ ও মোশারেফ হোসেন। এছাড়া জেলা বাসদ অহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বক্তব্য রাখেন। তারা বলেন, ২০২০ সালের ২৭ মার্চ থেকে ২১ সালের ২৩ মার্চ পর্যন্ত বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছে মিলের শ্রমিকরা। সর্বশেষ ২৪ মার্চ আলোচনার মাধ্যমে ২৫ মার্চ পুনরায় মিল চালু করা হয়। ওই সময় ২ মাসের বকেয়া বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ। ৪ মাসে আর কোনো বেতন পরিশোধ করা হয়নি। আগামী ১৭ আগস্টের মধ্যে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনসহ ৬ দফা দাবি আদায় না হলে ১৮ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর