সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভয়ংকর হচ্ছে মাদক ক্রিস্টাল মেথ

ইয়াবার চেয়ে ভয়াবহ রূপ নেবে : বিশেষজ্ঞ মত

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ভয়ংকর হচ্ছে মাদক ক্রিস্টাল মেথ

নেশার জগতে ভয়ংকরভাবে ‘সংক্রমণ’ ছড়াতে শুরু করেছে মরণ নেশা ক্রিস্টাল মেথ। ইয়াবার বিকল্প হিসেবে মাদকসেবীদের অনেক আসক্ত হয়ে পড়ছে এ মাদকে। কার্যকারিতা ইয়াবার চেয়ে শত গুণ বেশি হওয়ায় মাদকসেবীরাও দ্রুততার সঙ্গে আসক্ত হয়ে পড়ছেন ক্রিস্টাল মেথে। কয়েক মাসের ব্যবধানে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে ভয়ংকর এ মাদকের বেশ কয়েকটি চালান জব্দ করেছে প্রশাসন। ক্রিস্টাল মেথে সংক্রমণ এমন ঊর্ধ্বগতি দেখে শঙ্কা প্রকাশ করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। তাই এ মাদকের লাগাম টেনে ধরার তাগিদ দিয়েছেন তারা।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও অপরাধবিজ্ঞানী অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘ক্রিস্টাল মেথের জব্দের হার দেখে মনে হচ্ছে ইয়াবার মতো ছড়িয়ে পড়ছে এ মাদক। ইয়াবার চেয়ে এ মাদকের কার্যকারিতা বেশি হওয়ায় ক্রিস্টাল মেথের পরিমাণ হবে আরও ভয়াবহ। তাই সময় থাকতে এ মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করা জরুরি।’

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী বলেন, ‘গত কয়েক মাসে একাধিক চালান জব্দ হওয়ার পর ক্রিস্টাল মেথের আগ্রাসন রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রতিটি ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সব সংস্থার সঙ্গে সমন্বয় করে ক্রিস্টাল মেথ প্রতিরোধে কাজ করা হচ্ছে।’

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপকমিশনার সালাম কবির বলেন, ‘কিছু ইয়াবাসেবী ক্রিস্টাল মেথে আসক্ত হয়ে পড়ছে। এ সুযোগ কাজে লাগাচ্ছে মাদকের হোতারা। আমাদের চেষ্টা থাকবে ক্রিস্টাল মেথ যেন সাধারণ মানুষের কাছে ইয়াবার মতো ছড়িয়ে না পড়ে।’

জানা যায়, ইয়াবার চেয়ে শত গুণ বেশি কার্যকর মাদক ক্রিস্টাল মেথ সেবনকারীদের কাছে আইস হিসেবে অধিক পরিচিত। দেখতে স্বচ্ছ এ মাদকের কার্যকারিতা ইয়াবার চেয়ে শত গুণ বেশি। সিনথেটিক স্টিমুল্যান্টজাতীয় এ মাদক মুখ, ধোঁয়া ও ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করা যায়। দ্রুত জনপ্রিয়তা লাভ করার কারণে মিয়ানমার হয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন থেকে আসছে ক্রিস্টাল মেথের একের পর এক চালান। ইয়াবার অভিন্ন রুট ব্যবহার করে তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। গত আট মাসে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি চালান জব্দ করেছে প্রশাসন। এর মধ্যে ১১ আগস্ট নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ১৩ জুলাই নগরীতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। ১৭ জুন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথসহ একজনকে গ্রেফতার করে পুলিশ। ১ মে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশ অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথসহ একজনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম জেলা অঞ্চল। ৪ মার্চ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথের ইতিহাসের সবচেয়ে বড় চালান জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। ওই অভিযানে দুই কেজি ক্রিস্টাল মেথসহ একজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ২৫ ফেব্রুয়ারি নগরীর খুলশী থানাধীন মোজাফফর নগর এলাকায় অভিযান চালিয়ে ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথসহ দুজনকে গ্রেফতার করে র‌্যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর