সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মোশতাক পুতুল ছিলেন, মূল চক্রান্তকারী ছিলেন জিয়া : হানিফ

ইসলামী বিশ^বিদ্যালয় প্রতিনিধি

খন্দকার মোশতাক পুতুল ছিলেন, মূল চক্রান্তকারী ছিলেন জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলব কারা ছিল তার মুখোশ উন্মোচনের জন্য আমরা বারবার দাবি করেছি। বঙ্গবন্ধুকে হত্যার পর কারা ক্ষমতায় এসেছিল আত্মস্বীকৃত খুনিরা কাদের শেল্টারে ছিল। এই খন্দকার মোশতাক তিনি তো একটা পুতুল ছিলেন, মূল চক্রান্তকারী ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন, কর্নেল ফারুক রশীদের সাক্ষাৎকারে তারা নিজেরাই বলেছেন, ৭৪ সাল থেকেই জিয়াউর রহমানের সঙ্গে তারা এ বিষয়ে সলাপরামর্শ করেছেন। জিয়াউর রহমান তাদের বলেছেন, তোমরা এগিয়ে যাও। জিয়াউর রহমান ছিলেন মূল কোঅর্ডিনেটর। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তিনি তা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর