সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বরিশালে আবারও বেড়েছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১৬৬ জন রোগী। অপরদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি। তবে সেখানে ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আবারও বেড়েছে করোনা শনাক্তের হার। গত শনিবার রাতের রিপোর্টে ৩৭.৭৫ ভাগ করোনা শনাক্ত হয়েছে। শেবাচিমের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৪৮ জন রোগী। একই সময় নানা উপসর্গ নিয়ে ২৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের করোনা পজিটিভ। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর