মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে ই-অরেঞ্জ গ্রাহকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান ১ নম্বরে সড়ক অবরোধ করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকরা। এ সময় তারা নানা স্লোগান দিয়ে মিছিল করেন। গতকাল বিকালে তারা সড়কে অবস্থান নিলে ওই এলাকা দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। এরপর তারা গুলশান ১ ও ২ নম্বর এলাকার মাঝামাঝি স্থানে অবস্থান নেন।

আন্দেলনরত গ্রাহকরা জানান, তারা ই-অরেঞ্জ সাইট থেকে বাইক, মোবাইলসহ নানা পণ্য অর্ডার করেছিলেন। সরকারের ই-কমার্স নীতিমালা প্রকাশের আগে ই-অরেঞ্জের ডাবল টাকা ভাউচার কিনেছিলেন। কর্তৃপক্ষ ১৬ মে থেকে সব ডেলিভারি বন্ধ রাখে। ১৮ জুলাই ই-অরেঞ্জ একটি ডেলিভারি তারিখ প্রকাশ করে এবং পরবর্তী সময়ে লকডাউনের দোহাই দিয়ে ডেলিভারি বন্ধ করে দেয়। পরে জানায়, লকডাউন শেষ হলে ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু হবে। লকডাউন শেষ হওয়ার আগের দিন ১০ আগস্ট তারা আবার নতুন করে গতকালের তারিখ নির্ধারণ করেছিল। এর পরও তারা নানা টালবাহানা করছে।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অন্তত ৪০ জন গ্রাহক মোটরসাইকেল নিয়ে গুলশান-২ মোড়ে আসেন। পরে তারা সেখান থেকে গুলশান ১ নম্বরের দিকে চলে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর