মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংসদের অধিবেশন আহ্‌বান করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন আহ্‌বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল তিনি এ অধিবেশন আহ্‌বান করেন। সংসদের গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। এটি একাদশ জাতীয় সংসদের চতুর্দশ, চলতি বছরের চতুর্থ ও করোনাকালের সপ্তম অধিবেশন। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু বিল পাস হতে পারে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় সংসদের এ অধিবেশন শুরু হবে।

এবারও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে অধিবেশন পরিচালনা করা হবে। অধিবেশনে যোগদানের জন্য সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের লাগবে করোনা নেগেটিভ সনদ।

উল্লেখ্য, ৩ জুলাই সংসদের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। সর্বোচ্চ ৬০ দিনের ব্যবধানে জাতীয় সংসদের অধিবেশন আহ্‌বানের বাধ্যবাধকতা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর