মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই : গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্র প্রতিষ্ঠায় যা যা করা প্রয়োজন আমাদের করতে হবে। সব পর্যায়ের নেতা-কর্মীদের রাজপথে নামতে হবে। রাজধানীর শাজাহানপুরে গতকাল বেগম খালেদা জিয়ার সুস্থতা, তার দীর্ঘায়ু ও মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়ির আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরীন খান প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ ব্যতিক্রমভাবে চলছে তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনও ব্যতিক্রমভাবে পালন করা হচ্ছে। যেদিন জন্মদিন পালন করার কথা ছিল সেদিন না করে আগে পিছে করা হচ্ছে। এই ব্যতিক্রম থেকে বের হওয়ার জন্যই একটি আন্দোলন দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর