বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে হাসি ফুটেছে ৩ হাজার দরিদ্র পরিবারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিরসরাইয়ে হাসি ফুটেছে ৩ হাজার দরিদ্র পরিবারে

শারীরিক অক্ষম পঞ্চাশোর্ধ্ব নুরুল মোস্তফা। স্ত্রী-সন্তান নিয়ে ছয়জনের সংসার। করোনার ছোবলে নিয়মিত পেটে পড়ছে না খাবার। গতকাল বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহানের পাঠানো খাদ্যসামগ্রী পেয়ে ভীষণ খুশি। তিনি বললেন, ‘যিনি দিয়েছেন তাঁর জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করছি।’ জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে ও ক্লাবটির সভাপতি সাফওয়ান সোবহানের অর্থায়নে মিরসরাইয়ে ৩ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সাহেরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে শারীরিক অক্ষম নুরুল মোস্তফার মতো হাজারো মানুষের মুখে হাসি ফুটেছে অভাবের কালে ত্রাণ পেয়ে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আটা ও ২ কেজি ডাল। মিরসরাই প্রতিনিধি জানান, প্রথমে বেলা ১১টায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে। সেখানে ১ হাজার হতদরিদ্র মানুষের হাতে ত্রাণ তুলে দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, বিসিএলের অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ আলতাফ হোসেন ও ডেপুটি ম্যানেজার নিয়ারুল ইসলাম। মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, ‘অসহায় পরিবারগুলোকে ত্রাণ দিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষ খাদ্যসামগ্রী পেয়ে খুবই আনন্দিত।’

ওই দিন দুপুর ১২টা থেকে উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার হতদরিদ্র মানুষের হাতে ত্রাণ উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘এমন একটি মুহূর্তে সাফওয়ান সোবহান ত্রাণ দিলেন যখন গরিব মানুষ অভাবের তাড়নায় হাহাকার করছেন।’

এদিকে বিকাল ৩টা থেকে শুরু হয় উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ। সেখানেও জাতীয় শোক দিবসের উপহার পেয়ে খুশি দরিদ্র মানুষ। এ সময় উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুুরুল মোস্তফা।

সর্বশেষ খবর