বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ২ কোটি টাকায় লাগানো তালগাছ উধাও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বজ্রপাতে প্রাণহানি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের উত্তরাঞ্চলে ১৪ লাখ তালবীজ লাগানো হয়েছিল। এতদিনে সেগুলো মাটি ছেড়ে দাঁড়ানোর কথা। কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে খরচ হয়েছে ২ কোটি ২০ লাখ টাকা। কিন্তু বাস্তবে অন্তত ৮০ ভাগ তালগাছেরই হিসাব নেই। অভিযোগ আছে, বিএমডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের দুর্নীতি ও অনিয়মের কারণে নয়ছয় হয়েছে প্রকল্পের টাকা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের তথ্য বলছে, বাংলাদেশে বজ্রপাতের জন্য সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০১৬ সালই ছিল সবচেয়ে উদ্বেগজনক। ওই বছর প্রায় ৪৩ লাখ বজ্রপাত হয়। এতে মারা যান প্রায় ২৬৩ জন। দেশে এখনো বছরে গড়ে অন্তত দেড় শ মানুষের মৃত্যু হয় কেবল বজ্রপাতেই। আর ফিনল্যান্ডের বজ্রপাত বিষয়ক গবেষণা সংস্থা ভাইসালার তথ্য মতে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছর ৪০ লাখেরও বেশি বজ্রপাত আঘাত হেনেছে বাংলাদেশে।

সর্বশেষ খবর