শিরোনাম
বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না : লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,  আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবান। তারা কীভাবে সরকার গঠন করবে এটা তাদের বিষয়। এটা নিয়ে কারও উৎফুল্ল হওয়ার কিছু নেই। অথচ যতদিন মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে, ততদিন কারও কোনো অসৎ উদ্দেশ্য বা ষড়যন্ত্র এই দেশের মাটিতে সফল হবে না। অতীত তার সাক্ষী। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও এর নেপথ্যের কুশীলবদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গতকাল সকাল ১০টা থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আজকের এই দিনে বাংলাদেশের ৬৩টি জেলায় ৫০০টির বেশি বোমা ফাটানো হয়। এই সিরিজ বোমা হামলার উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতা দখল। লিটন বলেন, বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদদেই জঙ্গিরা ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। ওই ঘটনায় জড়িতদের বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান এই আওয়ামী লীগ নেতা।

সর্বশেষ খবর