বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বরিশালে এক দিনে ছয় করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সেখানে এখনো চিকিৎসাধীন রয়েছেন ১৭০ জন। অন্যদিকে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সেখানে চিকিৎসাধীন আছেন ২২ জন। এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সবশেষ নমুনা পরীক্ষায় ৩৯.৩৬ ভাগ করোনা শনাক্ত হয়েছে। শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয়সূত্র জানান, সোমবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫৬ জন। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৩ জন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩১ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। যার তিনজনের করোনা পজিটিভ। গতকাল সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৭০ জন। এদিকে করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ২২ জন। অন্যদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সোমবার রাতে সবশেষ ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৯.৩৬ ভাগ। এর আগে রবিবার শনাক্তের হার ছিল ৪৬.৫৬ ভাগ, শনিবার ৩৭.৭৫, শুক্রবার ৩০.৮৪, বৃহস্পতিবার ২৮, বুধবার ৩৪.৭১।

সর্বশেষ খবর