শিরোনাম
বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা নিয়ে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ পাঁচ লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামে ট্রলারডুবির ঘটনায় গতকাল আরও পাঁচ লাশ উদ্ধার করেছেন কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এদের অধিকাংশই শিশু। ভাসানচর ক্যাম্প ইনচার্জ (প্রশাসন) শামীমা জাহান গতকাল সন্ধ্যায় বলেন, পাঁচজনের লাশু উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে শুক্রবার দিবাগত রাতে ৪১ রোহিঙ্গা নিয়ে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। ১৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন। ভাসানচর থানা সূত্র জানায়, শুক্রবার রাতে পালিয়ে যাওয়ার সময় ট্রলারটি প্রবল স্রোতে উল্টে ৪১ রোহিঙ্গা যাত্রী নিখোঁজ হন। শনিবার ভোররাতের দিকে পার্শ্ববর্তী মাছধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন ১৮ জন।

উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়ে দিয়েছেন স্থানীয় জেলেরা। এদিকে নিখোঁজ বাকিদেরা খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা অভিযান অব্যাহত রেখেছেন।

সর্বশেষ খবর