বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৮০ শয্যার ইউনিটে রোগী সাতজন

খুলনায় কমেছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা জেলায় করোনা সংক্রমণ কমেছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর ভর্তি সংখ্যাও কমছে। গতকাল করোনা চিকিৎসায় নগরীর পাঁচটি হাসপাতালে রোগী ভর্তি ছিল ১৯৮ জন। এসব হাসপাতালে শয্যা রয়েছে ৫৬৫টি। সেই হিসেবে প্রায় ৬৫ শতাংশ শয্যা খালি। এর মধ্যে খুলনা জেনারেল হাসপাতালে ৮০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি আছে মাত্র সাতজন। খুলনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, টানা লকডাউন ও বিধিনিষেধে জনসচেতনতা বৃদ্ধি পাওয়ায় গত জুলাই মাসের মাঝামাঝি থেকেই সংক্রমণ কমতে শুরু করেছে।

করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০০ শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ১০১ জন। এ ছাড়া সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০টি শয্যার বিপরীতে ৪৩ জন, আবু নাসের হাসপাতালে ৪৫টি শয্যার বিপরীতে ২৫ জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০টি শয্যার বিপরীতে ২২ জন করোনা রোগী ভর্তি রয়েছে। সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় এক মাসে প্রায় এক লাখের মতো মানুষকে টিকা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ছে। এতে করোনা সংক্রমণ ও মৃত্যু কমে আসছে। এদিকে গত তিন দিনের ব্যবধানে নমুনা পরীক্ষা ভিত্তিতে খুলনায় সংক্রমণের হার আরও কমেছে।

সর্বশেষ খবর