বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
কৃষিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ থেকে আম নিতে চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি আমের প্রশংসা করে এ দেশ থেকে রসালো এ ফলটি নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি। রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি বলেন, বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু ও উন্নতমানের। রাশিয়ায় এ আম রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। আম নিতে রাশিয়ার আগ্রহ রয়েছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে উভয়পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় রাশিয়া থেকে সরকারি (জি টু জি) ভিত্তিতে ডিএপি ও পটাশিয়াম সার আনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি ‘সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষরেরও প্রস্তাব দেন।  বৈঠকে বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ড. এ কে এম মুনিরুল হক, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব শরীফা আহমেদ, ঢাকার রাশান দূতাবাসের অ্যাটাচে খানুভা আমাতুলা উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বাংলাদেশ থেকে রাশিয়াকে আলু আমদানির বিষয়টিও পুনর্বিবেচনার অনুরোধ জানান। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানেও রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে জানান রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি. মান্টিটস্কি।

সর্বশেষ খবর