বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ক্রিস্টাল মেথ নিয়ে বিশেষ সতর্কতা, তালিকা তৈরির নির্দেশ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

নেশার জগতের নতুন সংস্করণ ক্রিস্টাল মেথ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে চট্টগ্রামের প্রশাসন। কয়েক মাসের ব্যবধানে ভয়ংকর এ মাদকের বেশ কয়েকটি চালান জব্দ করার পর নড়েচড়ে বসেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এ মরণনেশার আগ্রাসন রোধ এবং ব্যবসায়ীদের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট ইউনিটসমূহে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটওয়ারী বলেন, ‘ক্রিস্টাল মেথের আগ্রাসন রোধ করতে পদক্ষেপ নিতে প্রতিটি জেলাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্রিস্টাল মেথ ব্যবসায়ীদের তালিকা তৈরি করে পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।’ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম বলেন, ‘ক্রিস্টাল মেথের আগ্রাসন রোধে সিএমপি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ভয়ংকর এ মাদকের দিকে বিশেষ নজর রাখতে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ জানা যায়, নেশার জগতের নতুন সংস্করণ ক্রিস্টাল মেথ দ্রুতই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। সিনথেটিক স্টিমুল্যান্ট-জাতীয় এ মাদকের কার্যকারিতা ইয়াবার চেয়ে শত গুণ বেশি হওয়ায় আসক্তের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে।

সর্বশেষ খবর