বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৩৩৩-এ কল দিয়ে খুলনায় খাদ্য সহায়তা পেল ৫৭৩১ পরিবার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘৩৩৩’ কলসেন্টারে কল দিয়ে করোনাকালে খুলনার ৯টি উপজেলার ৫৭৩১টি দুস্থ কর্মহীন পরিবার খাদ্য সহায়তা পেয়েছে। এর মধ্যে প্রত্যন্ত কয়রায় সবচেয়ে বেশি ১৫২০ জন ও পাইকগাছায় ১৩৩২ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে এ হেল্পলাইনের মাধ্যমে ভূমি সম্পর্কিত তথ্য  সেবা, ভোক্তা অধিকার, বাল্য বিয়ে, যৌতুক ইভটিজিং সমস্যায় তাৎক্ষণিক আইনি সহায়তা পাওয়া যায়। গতকাল খুলনায় প্রেস ব্রিফিংয়ে ‘৩৩৩’ পরিষেবার মাধ্যমে অভিযোগ গ্রহণ, তথ্য প্রদান, সামাজিক সমস্যা সমাধান ও খাদ্য সহায়তার কথা জানান জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। তিনি বলেন, কলসেন্টারে কল দিয়ে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, কর্মকর্তা-কর্মচারীর ফোন নম্বর ও বিভিন্ন সেবার ফরম পাওয়া যাবে।

সর্বশেষ খবর