বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আম ভর্তি কার্টনে ফেনসিডিল এনে ঢাকায় ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম ভর্তি কার্টনের ভিতরে ফেনসিডিল ঢাকায় নিয়ে আসত। পরে সেগুলো নিজ দোকানে রেখে পাইকারি ও খুচরা বিক্রি করত। দোকানে টেকনাফ থেকে ইয়াবা এনেও বিক্রি করত। এই মাদক ব্যবসায় যুক্ত একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

এই ব্যবসায়ীর নাম মো. মঙ্গল মিয়া। গতকাল রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। ডিএনসি ঢাকা মেট্রোর খিলগাঁও সার্কেলের পরিদর্শক ফজলুল হক খান দিপু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ধোলাইখালের মেসার্স মিন্জু এসএস ট্রেডার্স দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। দোকান মালিক মো. মিজানুর নিজ দোকানে ফেনসিডিল ও ইয়াবা রেখে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিলেন। তার বন্ধু মাদক ব্যবসায়ী মঙ্গলও তার সহযোগী। অভিযানের সময় মিজানুর পালিয়ে গেলেও মঙ্গলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর