শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ব্যাহত হচ্ছে মামলার তদন্ত কার্যক্রম

বিভাগীয় শহর রংপুরে নেই ভিসেরা পরীক্ষার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রংপুর

বিভাগীয় শহর হলেও রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে মৃতদেহের ভিসেরা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। পরীক্ষার জন্য যেতে হচ্ছে রাজশাহীতে। ফলে বিচারপ্রার্থীদের বিচার পেতে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। ভিসেরা রিপোর্ট পেতে দেরি হওয়ায় ব্যাহত হচ্ছে মামলার তদন্ত কার্যক্রম। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজে আসা হত্যা, রহস্যজনক ও সন্দেহজনক মৃত ব্যক্তিদের ভিসেরা রাজশাহীর ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সেখানের রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগছে। ফলে মামলার তদন্ত কাজ বিঘ্নিত হওয়ার পাশাপাশি মামলার বিচার শুরু হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ হচ্ছে। প্রতিটি বিভাগীয় শহরের ফরেনসিক ল্যাবে ভিসেরা পরীক্ষার  উদ্যোগ নেওয়া হলেও রংপুরে তা বাস্তবায়ন হয়নি। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. রাজিবুল ইসলাম জানান, ভিসেরা রিপোর্টের জন্য আমাদের রাজশাহী ফরেনসিক বিভাগের ওপর নির্ভর করতে হচ্ছে। ভিসেরা পরীক্ষার বিষয়টি সিআইডি পুলিশ দেখাশোনা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর