শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বীমা অফিসে তৈরি হয় জাল সার্টিফিকেট

চাকরি দেওয়ার নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানির সিলেট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আদায় ও প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরিপ্রত্যাশীদের জাল সার্টিফিকেটও করে দেন তারা। অর্থ হাতিয়ে নেওয়ার পর চাকরির পরিবর্তে বলা হয় কমিশনে কাজ করতে। ভুক্তভোগীদের থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তারা। মহানগরের জিন্দাবাজারে মিলেনিয়াম মার্কেটের ষষ্ঠ তলায় প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানির কার্যালয়। অফিসে মাসিক ১০ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে বেশ কয়েকজন তরুণ-তরুণীর থেকে টাকা নেন কোম্পানির কর্মকর্তারা। বাগবাড়ীর সাগর আহমদ জানান, পরিচিত একজনের মাধ্যমে এক মাস আগে এই ইনসিওরেন্স অফিসে আসেন। ১০ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার কথা বলে তার থেকে ৪ হাজার টাকা নেওয়া হয়। তিনি প্রগ্রেসিভের অফিসে এলে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। কোম্পানির কর্মকর্তারা জানান, তার দেওয়া ৪ হাজার টাকার মধ্যে ৩ হাজার দিয়ে তার নামে একটি বীমা করা হয়েছে। বাকি টাকা অষ্টম শ্রেণি পাস জাল সার্টিফিকেট তৈরিতে খরচ হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর