শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে কমেছে সংক্রমণ ও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনার সংক্রমণ ও মৃত্যু দুই কমেছে। কঠোর বিধিনিষেধ (লকডাউন) ও টিকা প্রদান কাজে এসেছে বলছেন সংশ্লিষ্টরা। গতকাল করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীতে নয়জনের মৃত্যু হয়েছে। তার আগের দিনও নয়জনের মৃত্যু হয়। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরের দিন থেকে রাজশাহীসহ সারা দেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) পালিত হয়। এ সময় কঠোর অবস্থার মধ্যে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে বের হতে দেয়নি প্রশাসন। এ ছাড়া পরের দিকে চলেছে গণটিকা কার্যক্রম। মূলত এসব কারণেই কমেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। রাজশাহী সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাজশাহীতে সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ২৭ শতাংশ, তার পরের দিন শনিবার ১১ দশমিক ২২ শতাংশ, রবিবার ছিল ১২ দশমিক ৫৯ শতাংশ ও তার পরের দিন সোমবার ১১ দশমিক ৪১ শতাংশ। বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার জানান, কঠোর বিধিনিষেধ (লকডাউন) ও টিকা প্রদান কাজে এসেছে। টিকা দেওয়া হচ্ছে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে ও মাস্ক পরতে হবে। সেই সঙ্গে টিকাও নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর