শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বরিশালের ঘটনায় দোষী কাউকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বরিশালের ঘটনায় দোষী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি (শেখ হাসিনা) আমাকেও বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থাকেও বলে দিয়েছেন ঘটনার ভিডিও ফুটেজ দেখে যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমি নিজে বরিশালের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মহিলা আওয়ামী লীগ সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। ওবায়দুল কাদের বলেন, এটা আওয়ামী লীগ, বিএনপি নয়। নিজেদের দলের কেউ অন্যায় করলে শাস্তি দিয়েছে এমন কোনো দৃষ্টান্ত বিএনপির আমলে নেই। কিন্তু আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা আপন লোকদের সাজা দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ করেছেন আওয়ামী লীগ অন্যায়কারীদের ছাড় দেয় না।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই সেদিন তারা (বিএনপি) আন্দোলনের নামে কী করল! গাড়ি ভাঙচুর তাদের সেই পুরনো অভ্যাস। পুলিশের ওপর হামলা তাদের সেই পুরনো অভ্যাস। চন্দ্রিমা উদ্যানে যেতে নির্মাণাধীন মেট্রোরেলের স্থাপনার ওপর তারা হামলা করল। সেখানে বিদেশিরা কর্মরত। মেট্রোরেলের চারটি গাড়ি ভাঙচুর করেছে। ড্রাইভারকে সিরিয়াস আহত করেছে। আর ঘটনা ঘটানোর পর তারা সেই পুরনো কথারই পুররাবৃত্তি করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর