রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা
একনজরে

পবিত্র আশুরা পালিত

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত শুক্রবার ১০ মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজাসহ ইবাদত বন্দেগির মাধ্যমে দিনটি পালন করেন। এ দিনে কারবালা প্রান্তরে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাতের মর্মান্তিক ঘটনার স্মরণে দিনটি ত্যাগ ও শোকের দিন হিসেবেও পালিত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ বিধির কারণে এবার তাজিয়া মিছিল বন্ধের নির্দেশনা থাকলেও হজরত ইমাম হোসাইনের (রা.) ভক্ত ও অনুসারীরা আবেগবশত তা উপেক্ষা করেন। তবে পুলিশ কোনো বাধা দেয়নি। সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া প্রাঙ্গণের ছোট পরিসর ছাপিয়ে সামনের রাস্তায় কালো পোশাক পরা তরুণদের ‘হায় হোসেন! হায় হোসেন!’ করে উচ্চৈঃস্বরে আশুরার মাতম করতে দেখা যায়।

পরে রাজধানীর চকবাজার, লালবাগ, আজিমপুর থেকে ছোট ছোট তাজিয়া মিছিল নিয়ে জিগাতলা লেকের পাড়ে গিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে পুলিশ রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেন। দিনটিতে ছিল সরকারি ছুটি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর