শিরোনাম
রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে ভরা পদ্মায় বালির ব্যাগ ফেলছে পাউবো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উজান থেকে বয়ে আসা পানির তোড়ে পদ্মার দুকূল যখন ফুঁসে উঠেছে, তখন ভেসে যাওয়ার ঝুঁকিতে থাকায় বালির ব্যাগ ফেলা শুরু হয়েছে টি-গ্রোয়েনে। বৃহস্পতিবার থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এসব বালির ব্যাগ ফেলা শুরু করে। গতকালও ব্যাগ ফেলা হয়েছে। এনিয়ে নানা কথা বলছেন সমালোচকরা। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, চলতি বর্ষা মৌসুমে গ্রোয়েনে কমপক্ষে ১৬ হাজার বালির বস্তা ফেলার পরিকল্পনা। ইতিমধ্যে সেখানে প্রায় ১৪ হাজার ব্যাগ ফেলা হয়েছে। রাজশাহীতে পদ্মার পানির বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিসিমটার। গতকাল বিকাল তিনটা পর্যন্ত ১৭.৮৫ সেন্টিমিটার, শুক্রবারও পানির উচ্চতা একই ছিল। ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বাড়েনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর