রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শিল্পকলায় গ্রেনেড হামলার ভয়াবহতা

সাংস্কৃতিক প্রতিবেদক

রাস্তায় ছোপ ছোপ রক্ত। ছড়ানো-ছিটানো অসংখ্য স্যান্ডেল ও জুতা। সারিবদ্ধভাবে সাজানো রক্তাক্ত ২৪টি লাশ। পাশেই জ্বলন্ত সাদা মাইক্রোবাস থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন্ন শরতের বাতাস। গ্রেনেডের আঘাতে বিধ্বস্ত গাড়ির ভিতরে রক্তেরঞ্জিত কয়েকটি লাশ। অন্যপাশে গ্রেনেডের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া ক্ষতবিক্ষত মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইভি রহমান কাতরাচ্ছেন মৃত্যু যন্ত্রণায়। গা শিউরে ওঠা রোমহর্ষক এই স্থাপনা শিল্প প্রায় ১৭ বছর আগের সেই ভয়াবহতাকেই যেন মনে করিয়ে দেয়। আর ক্ষণে ক্ষণে যন্ত্রশিল্পীদের ঢাকঢোলের করুণ সুর সেই ভয়াবহতাকে আরও রোমহর্ষক করে তোলে। স্থাপনাশিল্পে একখন্ড বঙ্গবন্ধু এভিনিউই চিত্রিত হয়েছে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে। ভয়াবহ একুশে আগস্টের ১৭তম বার্ষিকী উপলক্ষে রোমহর্ষক এমন দৃশ্যকল্প নিয়েই শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘আগস্ট রিপিটেড অ্যাটেম্পট’ শিরোনামের তিন দিনের প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় একাডেমির নন্দনমঞ্চের দক্ষিণ পাশের লবিতে শুরু হয় এই প্রদর্শনী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর