রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দেশের মানুষ নতুন মুদ্রা আনার সিদ্ধান্ত নিয়েছেন -জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ১৯৯০ সালের পর থেকে মুদ্রার এপিট-ওপিঠ দেখার পর দেশের মানুষ অচল মুদ্রা বাদ দিয়ে নতুন মুদ্রা আনার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডস্থ  জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর জেলা ও মহানগর কমিটির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আগামী রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাপার প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি  মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক প্রমুখ।  কর্মীসভায় উপজেলা, মহানগরের  সব ওয়ার্ড কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জিএম কাদের বলেন, ১৯৯০ সালের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না। সুশাসনের অভাবে মানুষ নানাভাবে নির্যাতিত হচ্ছে। ন্যায়বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত হচ্ছে না। পরে স্থানীয় নেতা-কর্মীরা জিএম কাদেরকে রংপুর সদর-৩ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর