সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নকল-ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান চলছে

ঔষধ প্রশাসন অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

নকল, ভেজাল ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। গতকাল ‘সারা দেশে ভেজাল ওষুধের ছড়াছড়ি’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের পর পত্রিকা অফিসে গতকালই অধিদফতর একটি লিখিত বক্তব্য পাঠিয়েছে। সেখানে ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে অভিযান, জরিমানা, নতুন খুচরা ড্রাগ লাইসেন্স ইস্যু, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষাও বেশি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) নাঈম গোলদার স্বাক্ষরিত ওই বক্তব্যে ২০২০-২০২১ অর্থবছরে ১৭১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এসব অভিযানে ম্যাজিস্ট্রেট কোর্টে ৯২টি, ঔষধ আদালতে ১৩টি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ৭ কোটি ৫৮ লাখ ১০০ টাকা জরিমানা আদায় করেছে। অনুমোদিত মোট জনবল ৭২০ জন। কিন্তু মাত্র ৩৭০ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে অধিদফতরের সব কার্যক্রম সফলভাবে চলছে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পর্যায়ের ৭৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২০২০ সালের ১১ জুন (বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের স্মারক নং-৮০.০০.০০০০.৩০১.৭৩.০০১.২০২০-৮৯) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কভিড পরিস্থিতির জন্য এখনো পর্যন্ত নিয়োগ সম্পন্ন করা সম্ভব হয়নি। গত বছর থেকে কভিড-১৯ মহামারীর সময়েও অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগণ মানসম্মত ঔষধ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকল্পে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিন, সরকারি ছুটির দিন এমনকি ঈদের দিনেও ঔষধ প্রশাসন অধিদফতরের জনগুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। 

 

সর্বশেষ খবর