সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

দুই সহযোগীসহ আরও দুজনকে রিমান্ডে নিয়ে দুদকের জিজ্ঞাসাবাদ

পি কে হালদারের অর্থ কেলেঙ্কারি

বিশেষ প্রতিনিধি

বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার চক্রের ঋণ জালিয়াতির অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয় তাদের। এর আগে তাদের বিরুদ্ধে পি কে হালদারের কাগুজে প্রতিষ্ঠান আনান কেমিক্যালকে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি থেকে ৭০ কোটি ৮২ লাখ টাকা নিয়ম ভেঙে ঋণ দেওয়ার অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তাদের গ্রেফতারও করা হয়। এদিকে প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় সাধারণ বীমা করপোরেশন প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত আবুল কাশেমের তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদফতরের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।

সর্বশেষ খবর