বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফ

নিজস্ব প্রতিবেদক

কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফ

বাংলাদেশ কোস্টগার্ডের ১৩তম মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। গতকাল তিনি দায়িত্ব নিয়েছেন। কোস্টগার্ড সদর দফতর সূত্র জানায়, রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী ১৯৮৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন। তিনি গণচীন থেকে ‘মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিক্স কোর্স’, পাকিস্তানে ‘গানারি স্পেশালাইজেশন কোর্স’, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে ‘স্টাফ কোর্স’, ইউএস নেভাল ওয়ার কলেজ থেকে ‘নেভাল স্টাফ কোর্স’, এনডিসি বাংলাদেশ থেকে ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’, এনডিইউ চীনে ‘স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স’, মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাসিফিক ফ্লিট এইচকিউতে ‘কম্বাইন্ড ফোর্সেস মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স’ সম্পন্ন করেন। এ ছাড়া, রিয়ার অ্যাডমিরাল আশরাফ আন্তঃবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সেমিনার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বিদেশ সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন।

 জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রিয়ার এডমিরাল পদে উন্নীত হন এবং বর্তমান নিযুক্তি প্রাপ্তির আগে তিনি কমান্ডার খুলনা নৌ অঞ্চল হিসেবে দায়িত্বে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর