বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সিলেটে করোনায় মৃত্যু দাঁড়াল ৪ অঙ্কে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ অঙ্কে দাঁড়িয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার পাঁচজন। আর শনাক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজারের বেশি। যদিও ইতিমধ্যে আক্রান্তের সাড়ে ৪১ হাজার হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু, আক্রান্ত শনাক্ত ও সুস্থতার দিক দিয়ে বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সিলেট জেলা। বাকি তিন জেলার অবস্থা প্রায় সমান। স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নয়জন। নতুন এ নয়জনসহ বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ হাজার পাঁচে। যার মধ্যে কেবল সিলেট জেলায় মারা গেছেন ৮২০ জন। বাকি ১৮৫ জনের মধ্যে মৌলভীবাজারের ৭০, সুনামগঞ্জের ৬৯ ও হবিগঞ্জের ৪৬ জন। এদিকে কয়েকদিন থেকে সিলেট বিভাগে আগের চেয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগী শনাক্ত হয়েছেন ২০৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩ ভাগ। আর সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫১ হাজার ৬২৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩১ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৫ হাজার ৯৬৭, মৌলভীবাজারে ৭ হাজার ৫৪৯ ও হবিগঞ্জে ৬ হাজার ২০৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭৫ জন করোনা রোগী। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ৪১ হাজার ৩৩৫ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন করোনা রোগী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর