বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আইএসআইর এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল জিয়া ও তারেক : বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক

আইএসআইর এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল জিয়া ও তারেক : বিচারপতি মানিক

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ১৫ আগস্ট জেনারেল জিয়ার প্রত্যক্ষ মদদে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট তারেক জিয়ার নেতৃত্বে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে একাত্তরের পরাজয়ের বদলা নিতে চেয়েছিল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট আয়োজিত ‘১৫ আগস্ট এবং ২১ আগস্ট নৃশংস হত্যাকান্ড : জেনারেল জিয়া থেকে তারেকজিয়া’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাফেজ মাওলানা আবুল হোসেন, আনোয়ার কবির প্রমুখ।

সর্বশেষ খবর