শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে আসার অপেক্ষায় ১৬০ আফগান নারী শিক্ষার্থী ও ১৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে অধ্যয়নরত ১৬০ আফগান নারী শিক্ষার্থী ও ১৫ বাংলাদেশি কাবুল এয়ারপোর্টের বাইরে বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছেন। তারা সবাই নিরাপদে আছেন। আফগানিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছেন ১৬০ আফগান নারী শিক্ষার্থী ও ১৫ বাংলাদেশি। তারা কাবুল বিমানবন্দরের বাইরের বাসে অপেক্ষা করছেন। করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এক বছর আগে আফগানিস্তানে গিয়েছিলেন এসব শিক্ষার্থী। পরিবর্তিত পরিস্থিতিতে তারা বাংলাদেশে আসতে চেয়েও জটিলতায় পড়েছেন। বুধবার একটি বিশেষ উড়োজাহাজে করে আফগানিস্তান থেকে তাদের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত তা আর হয়নি। জানা যায়, গত জুলাই থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন ১৬০ ছাত্রী। এর মধ্যে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে অবনতি হয়। শেষ পর্যন্ত উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ থেকে আফগান ছাত্রীদের জন্য বাংলাদেশের ভিসার ব্যবস্থা করা হয়। আফগান এসব শিক্ষার্থীর পাশাপাশি একই বিশেষ বিমানে আফগানিস্তানে আটকে থাকা ১৫ বাংলাদেশিরও দেশে ফেরার ব্যবস্থা করেছিল বাংলাদেশ দূতাবাস।

আফগানিস্তানের বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেন। এর মধ্যে আফগান ওয়্যারলেসে ছয়জন, ব্র্যাকে তিনজন, একটি টার্কিশ কোম্পানিতে একজন এবং অন্য আরেকটি কোম্পানিতে চাকরি করা পাঁচজন রয়েছেন। তাদের একজন আফগান ওয়্যারলেসের প্রকৌশলী রাজীব বিন ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে ফেরার আশায় তারা একসঙ্গে দীর্ঘ সময় ধরে কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন। বুধবার ফ্লাইট বাতিলের পর গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো ফ্লাইটের খবর পাননি। এরই মধ্যে সন্ধ্যায় বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সর্বশেষ খবর