শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নিরীক্ষা প্রতিবেদনে ঢাবির আর্থিক অনিয়মের চিত্র

নিজস্ব প্রতিবেদক

মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্টে এবার উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও অনৈতিকতার চিত্র। প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ব্যক্তিগত আয়কর বিশ্ববিদ্যালয়টির তহবিল থেকে পরিশোধ করেছেন, প্রতিষ্ঠানের বাড়িতে বসবাস করেও নির্ধারিত হারে ভাড়া পরিশোধ করেননি, বিধিবহির্ভূত ও ঢালাওভাবে গ্রহণ করছেন গবেষণা ভাতা। সংসদ ভবনে গতকাল ‘সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৪৮তম বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। একই সঙ্গে অনিয়মে জড়িত সব টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়ে অডিট আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ করে কমিটি। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আবদুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু, মুস্তফা লুৎফুল্লাহ বৈঠকে অংশগ্রহণ করেন। অডিট আপত্তিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ব্যক্তিগত আয়কর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে পরিশোধ করায় সরকারের ক্ষতি হয়েছে ১ কোটি ৭০ লাখ ৩ হাজার ৭৮১ টাকা। শিক্ষাপ্রতিষ্ঠানটির বাসায় বসবাস করেও সরকার-নির্ধারিত হারে ভাড়া আদায় না করায় সরকারের ক্ষতি হয়েছে ১ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ২৪১ টাকা। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর