শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিদেশ ফেরতদের পুনর্বাসনে সহযোগিতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বিদেশে কাজ করে ফিরে আসাদের পুনর্বাসনে সরকারি উদ্যোগের সফলতার জন্য সরকার ও সুশীল সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। পুনর্বাসনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে নেওয়া বিশেষ ঋণ বিতরণের ক্ষেত্রে বাস্তবতা ও লিঙ্গবৈষম্য দূর করা প্রয়োজন। গতকাল বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) আয়োজনে এক ভার্চুয়াল ওয়ার্কসপে বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের  সচিব ড. মনিরুস সালেহীন, বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রকাশের টিম লিডার গেরি ফক্স। উপস্থিত ছিলেন বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম, প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি জাহিদুল হক, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, প্র্যাকটিক্যাল অ্যাকশনের ড. সাখাওয়াত বেগম, রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকী প্রমুখ।

ওয়ার্কসপে বলা হয়, পুনর্বাসনের প্রক্রিয়াটি জনশক্তি খাতে নতুন বিষয়। এ কারণেই খাত-সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। রামরুর উদ্যোগকে স্বাগত জানিয়ে পুনর্বাসনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোকে নতুন নতুন প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর