শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১ দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে একজন নিহত এবং শিশু, পথচারীসহ ছয়জন দগ্ধ হয়েছে। বুধবার মধ্য রাতে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকে বিকট শব্দে এ বিস্ফোরণ হয়। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসারত অবস্থায় অগ্নিদগ্ধ রিনা আক্তার (৫০) গতকাল রাত ১০টা ২০ মিনিটে মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে মৃত রিনা আক্তার  (৫০) ছাড়াও শিশু নওশিন (৫), শফিকুল (৩৫), সুমন (৪০), রওশন আরা (৭০), নাজনীন (২৫) ও রেণুকে (৩৫) ভর্তি করা হয়। বার্ন ইনস্টিটিউট সূত্র জানিয়েছে, নওশিনের ১৫ শতাংশ, শফিকুলের ৮৫ শতাংশ, সুমনের ৪৫ শতাংশ, রওশন আরার ৮০ শতাংশ, রিনার ৭০ শতাংশ, রেণুর ৩৮ শতাংশ ও নাজনীনের শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে।

জানা গেছে, ১১ নম্বর সেকশনের সি ব্লকের ছয়তলা একটি বাড়ির নিচে গ্যাসলাইনে লিকেজ ছিল। দুই দিন আগে লিকেজ ঠিক করা হয়। বুধবার রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী, নিচতলার ভাড়াটিয়াসহ সাতজন দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, মিরপুর থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজন এসেছে।

জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর