শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্রমণ কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংক্রমণ আরও খানিকটা কমে গেলে, বড় ঝুঁকি না থাকলেই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অক্টোবরের মাঝামাঝির পরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। আর সংক্রমণ কত নিচে নামলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এর জন্য বিশেষজ্ঞ মতামতের অপেক্ষা করছি। আগামী সপ্তাহে কভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বসব। গতকাল গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা আলাপ-আলোচনা করছি, অবস্থা পর্যবেক্ষণ করছি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। সম্প্রতি (বৃহস্পতিবার) একটি যৌথসভা হয়েছে। কী করে আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যারা ১৮ বছরের বেশি বয়সী, যাদের টিকা দেওয়া যাবে তাদের টিকা দেওয়া শেষ করা যায় তা দেখতে হবে। যেহেতু টিকা দেওয়ার পর আরও সপ্তাহ দু-এক লাগে ইমিউনিটি বাড়াতে। অর্থাৎ অক্টোবরের মাঝামাঝির পর আশা করছি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে পারব।

শিক্ষার্থীদের অনলাইন গেমে আসক্তির বিষয়ে তিনি বলেন, প্রযুক্তির ভালো কিছু থাকে, মন্দও কিছু থাকে। ডিজিটাল ডিভাইসের ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও আছে। এ থেকে কী করে শিক্ষার্থীদের মুক্ত রাখব সে দায়িত্ব যেমন শিক্ষকদের রয়েছে তেমনি অভিভাবকদেরও একটি বিরাট দায়িত্ব রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকুক বা না থাকুক সে দায়িত্ব অভিভাবকদের পালন করতেই হবে।

সর্বশেষ খবর