শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে আহত আরও একজন গতকাল বিকালে মারা গেছেন। তার নাম রওশন আরা (৭০)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪। মিরপুর ১১ নম্বর সেকশনে বুধবার রাতে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন আরা। একই ঘটনায় দগ্ধ আরও তিনজন এইচডিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল। বার্ন ইনস্টিটিউটসূত্র জানিয়েছেন, এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সুমন (৪০) ও শফিক (৩৫) নামে দুজনের মৃত্যু হয়। শফিকের শরীরের ৮৫ আর সুমনের ৪৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছিল। এ দুজনের মৃত্যুর ঘণ্টা তিনেক আগে রিনা (৫০) নামে আরও এক নারী মারা যান। তিনিও আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৭০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছিল। এদিকে মিরপুর-১১-এর আদর্শনগরে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রোজিনা (২৬) নামে এক নারী দগ্ধ হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ইনস্টিটিউটের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন বলেন, রোজিনাকে আইসিইউতে পাঠানো হয়েছে। তার শরীরে ৪৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে।

সর্বশেষ খবর