রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনাকালেও মাছ রপ্তানিতে সফলতা খুলনা অঞ্চলে

২০২০-২১ অর্থবছরে এ খাতে আয় ২ হাজার ৪১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৯-২০ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে মাছ রপ্তানি হয় ২৯ হাজার ৫৪০ মেট্রিক টন। যার বাজারমূল্য ২ হাজার ৩৫৯ কোটি টাকা। একইভাবে ২০২০-২১ অর্থবছরে এ অঞ্চল থেকে মাছ রপ্তানি হয় ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন। যার বাজারমূল্য ২ হাজার ৪১৫ কোটি টাকা। করোনাকালে এক বছরের ব্যবধানে আয় বেড়েছে অর্ধশত কোটি টাকার বেশি। খুলনা জেলা মৎস্য অফিস এবং মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত অর্থবছরে ইউরোপের বাজারে ২৩ হাজার ৩৬৭ মেট্রিক টন চিংড়ি ও পাশের ভারতসহ বিভিন্ন দেশে ৯ হাজার ৩০১ মেট্রিক টন হিমায়িত সাদা মাছ রপ্তানি হয়েছে। এর মধ্যে কার্পজাতীয় রুই, কাতলা, মৃগেল রপ্তানি হয়েছে ২৩০ মেট্রিক টন। এ ছাড়া ইলিশ ১ হাজার ৮৭৪ মেট্রিক টন, পারশে ২৫৯ মেট্রিক টন, ক্যাট ফিশ পাবদা, পুঁটিসহ এ ধরনের মাছ ৫ হাজার ৮২৬ মেট্রিক টন ও ভেটকি ৫৭৩ মেট্রিক টন রপ্তানি হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, মাছ চাষে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, প্রদর্শনী খামার, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ, মাছ চাষবিষয়ক পরামর্শ-সেবা, নদী-খাল খনন, অবকাঠামো ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে। এতে মাছ চাষে আগ্রহ বেড়েছে। জানা যায়, ২০২০-২১ অর্থবছরে খুলনা জেলায় ১ লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে; যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি। গত অর্থবছরে উৎপাদন ছিল ১ লাখ ১০ হাজার ৩২৫ মেট্রিক টন। মৎস্য কর্মকর্তারা বলছেন, ক্রমান্বয়ে মাছের উৎপাদন বাড়ছে।

খুলনার নয়টি উপজেলার ৫০টির মতো বিল-খাল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এটা মাছ উৎপাদনের একটা কৌশল। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির বলেন, খুলনা অঞ্চলে মাছ চাষের সম্ভাবনা কাজে লাগাতে পারলে উৎপাদন ও রপ্তানি বহুগুণ বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর