শিরোনাম
রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

খৈয়া গোখরার ডিম ফুটে ১৫ বাচ্চা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

খৈয়া গোখরার ডিম ফুটে ১৫ বাচ্চা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খৈয়া গোখরা সাপের ডিম ফুটে ১৫টি বাচ্ছা বের হয়েছে। গতকাল এক এক করে বাচ্চাগুলো ডিম থেকে বের হয়ে আসে। বাচ্চাগুলো এখন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে রয়েছে। কয়েক দিন পর এগুলোকে বনে ছেড়ে দেওয়া হবে। জানা যায়, গত ১৪ জুলাই বন বিভাগ কমলগঞ্জের তিলকপুর গ্রামের এক বাড়ির বসতঘর থেকে একটি খৈয়া গোখরা ও ১৫টি ডিম উদ্ধার করে। তাদের এই উদ্ধার কাজে সহযোগিতা করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় বন্যপ্রাণী স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ট ফর আওয়ার  অ্যান্ডেঞ্জার্ড। উদ্ধারের পরের দিন সাপটি লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়। আর ডিমগুলো রেখে দেওয়া হয়েছিল বন কার্যালয়ে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (সিলেট) বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ডিমগুলো যেন ফোটে আমরা সেভাবেই প্রসেস করে রেখেছিলাম। এতে আমরা সফল হয়েছি। একটি ডিমও নষ্ট হয়নি। পাঁচ সাত দিন পর বাচ্চাগুলোকে বনে ছেড়ে দেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর