রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থী কম

বাবুল আখতার রানা, নওগাঁ

পাহাড়পুর বৌদ্ধবিহারে দর্শনার্থী কম

গত ১৯ আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থান। তারই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার খুলে দেওয়া হয়েছে। তবে খুলে দেওয়ার বিষয়টি বেশিরভাগ মানুষের না জানার কারণে পর্যটকদের ভিড় নেই বললেই চলে। জানা গেছে, দীর্ঘ প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর আবারও দর্শনীয় স্থানগুলো স্বাস্থ্যবিধি মানার শর্তে খুলে দেওয়া হয়েছে। বর্তমানে দর্শনার্থীদের সংখ্যা কম হলেও পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। দর্শনার্থীরা বলেন, অনেক দিন পর বেড়াতে এসে খুবই ভালো লাগছে। তবে গরমের কারণে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না।

ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন পর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারটি খুলে দেওয়ায় আবারও তারা নতুন করে ব্যবসা শুরু করতে পেরেছেন। পাহাড়পুর জাদুঘরের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু বলেন, সারা দেশে একযোগে খোলা হয়েছে দর্শনীয় স্থানগুলো। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানার শর্তে ভিতরে প্রবেশ করানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর